Thank you for trying Sticky AMP!!

কাঁটামান্দারে পাখির আনাগোনা

শীতের শেষে আসে বসন্ত, গ্রামবাংলার নানা ফুলের মধ্যে একটি কাঁটামান্দার বা মাদার ফুল। এই ফুল গাছের ডাল থেকেও গাছ হয়। মাদার ফুল দেখতে দৃষ্টিনন্দন, সেখানে ফুলের মধু আহরণে জড়ো হয় বিভিন্ন প্রজাতির পাখি। বগুড়া শহরের বউবাজার থেকে ছবিগুলো তোলা।
মাদার ফুলে মধু আহরণে মৌটুসি পাখি
মাদার ফুলে মধুর টানে কাঠশালিক
মাদার ফুলে মধুর টানে শালিক পাখি
গাছে ফুটে আছে দৃষ্টিনন্দন কাঁটামান্দার বা মাদার ফুল
ফোটা ফুল দেখলেই পথিকের মন জুড়ায়
গাছে থাকা ফুলের কলি
কাঁটামান্দার ফুলে নানান পাখির আনাগোনা
ফুলে ফুলে নানান পাখি