Thank you for trying Sticky AMP!!

কারখানার বিস্ফোরণে দেয়াল ধসে পোশাকশ্রমিক নিহত

আগুন। প্রতীকী ছবি

ঢাকার অদূরে আশুলিয়ায় পোশাক কারখানার গ্যাস কক্ষে বিস্ফোরণের ঘটনায় দেয়ালচাপা পড়ে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে গৌরীপুর এলাকার ন্যাচারাল সোয়েটার ভিলেজ লিমিটেডে এ ঘটনা ঘটে।

নিহত রিমা আক্তার ন্যাচারাল সোয়েটার ভিলেজ লিমিটেডের পার্শ্ববর্তী মুরাদ অ্যাপারেলসের শ্রমিক ছিলেন। তিনি কুড়িগ্রামের চিলমারী উপজেলার আবদুর রহিমের মেয়ে।

আহত দুজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

ন্যাচারাল সোয়েটার ভিলেজ লিমিটেডের তড়িৎ প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, আজ সকালে কাভার্ডভ্যানের সিলিন্ডার থেকে কারখানার গ্যাস কক্ষের মাধ্যমে বয়লারে গ্যাস পাঠানো হচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দেয়াল ধসে পাশের রাস্তার পথচারীরা হতাহত হন। ঘটনাস্থলে এক নারী নিহত হয়েছেন। আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাভেদ মাসুদ বলেন, ওই বিস্ফোরণের ঘটনায় একজন শ্রমিক নিহত হয়েছেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।