Thank you for trying Sticky AMP!!

কালকিনিতে হামলা অর্ধশত ককটেল বিস্ফোরণ

মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রতিপক্ষের হামলায় দুজন আহত হয়েছেন। এর জের ধরে দুই পক্ষ প্রায় অধর্শত ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।
গতকাল শুক্রবার উপজেলার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক এবং ঘটনাস্থল থেকে দুটি ককটেল উদ্ধার করেছে।
আহত ব্যক্তিরা হলেন কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খলিল হাওলাদারের স্ত্রী মিনারা বেগম ও খলিলের ছোট ভাই আলাউদ্দিন হাওলাদার।
পুলিশ জানায়, খলিলের সঙ্গে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলিল হাওলাদারের মধ্যে বিরোধ রয়েছে। গতকাল ফজরের আজান দিলে খলিল ও তাঁর পরিবারের সদস্যরা নামাজ পড়ার জন্য ঘরের বাইরে এলে অলিলের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালায়। এতে মিনারা ও আলাউদ্দিন আহত হন। এরপর খলিল ও অলিলের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এই সময় দুই পক্ষ অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। সকালে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুটি ককটেল উদ্ধার ও অলিলের পক্ষের মাসুদ হাওলাদারকে আটক করে। অলিল ও খলিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।