Thank you for trying Sticky AMP!!

কালোবাজারে ওএমএসের চাল-আটা

>ঢাকার তেজগাঁও সরকারি খাদ্যগুদাম থেকে পাচার হওয়া ২১৫ টন চাল ও আটা জব্দ করেছে র‍্যাব। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে র‍্যাব-৩ এই অভিযান পরিচালনা করে। কালোবাজারে পাচারের সময় তেজগাঁও সরকারি খাদ্যগুদাম থেকে আটক করা হয় চাল ও আটাভর্তি ৮টি ট্রাক। অন্যদিকে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে জব্দ করা হয় ওএমএসের ১০০ টন আটা ও চাল। ওএমএসের এসব পণ্যে সরকার ভর্তুকি দেয়, যাতে এসব পণ্য স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে। খাদ্যগুদামের অসাধু চক্র এসব পণ্য কালোবাজারে বিক্রি করে দিচ্ছে। ছবিগুলো রোববারের।
মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে জব্দ করা হচ্ছে ওএমএসের চাল।
তেজগাঁও সরকারি খাদ্যগুদাম থেকে আটক করা চাল-আটাভর্তি ট্রাক।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের এক দোকানে বিক্রির জন্য রাখা ওএমএসের চালের বস্তা।
তেজগাঁও সরকারি খাদ্যগুদাম থেকে আটক করা চাল-আটাভর্তি ট্রাকের সামনে র‍্যাবের সদস্যদের অবস্থান।