Thank you for trying Sticky AMP!!

কাশিমপুর কারাগারে বন্দী মিয়ানমারের নাগরিকের মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২–এ বন্দী ১০ বছরের সাজাপ্রাপ্ত মিয়ানমারের এক নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া ব্যক্তির নাম ইয়াসিন আরাফাদ (২৭)। তিনি মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার হাসুধারা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। ইয়াসিন লালবাগ থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার রায়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২–এর জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা জানান, কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ইয়াসিন আরাফাদ। এ সময় তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুব্রত কুমার বালা জানান, লালবাগ থানায় বিস্ফোরকদ্রব্য মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হিসেবে ২০১৪ সাল থেকে ইয়াসিন আরাফাদ কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। তাঁর কয়েদি নম্বর ৬৩৩৫। তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।