Thank you for trying Sticky AMP!!

কিশোরীকে অপহরণের দায়ে ১৪ বছর কারাদণ্ড

ঝালকাঠিতে কিশোরীকে (১৩) অপহরণের দায়ে এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ওই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঝালকাঠি নারী ও শিশু ট্রাইব্যুনাল বিশেষ আদালত-২-এর বিচারক শেখ. মো. তোফায়েল হাসান আজ বুধবার দুপুরে এই রায় দেন।

সাজা পাওয়া ব্যক্তির নাম শেখ খালেদ মোর্শেদ ওরফে মঈন (৩৩)। তিনি বরিশালের আলেকান্দা এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এম আলম খান কামাল রায়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

মামলার নথি ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই কিশোরী নিজ বাসা থেকে দরজির দোকানে যাচ্ছিল। পথিমধ্যে খালেদ মোর্শেদ দলবল নিয়ে তাকে অপহরণ করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যান। এ ঘটনায় কিশোরীর ভাই ঘটনার ২ দিন পর ১৭ ফেব্রুয়ারি ঝালকাঠি সদর থানায় মামলা করেন। ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক গোলাম মোস্তাফা একই বছরের ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ওই বছরের ১১ নভেম্বর অভিযোগ গঠন করেন। এ মামলায় ৮ জনের সাক্ষ্য নেওয়া হয়।