Thank you for trying Sticky AMP!!

কুমিল্লা শিক্ষা বোর্ডে জেএসসিতে ৩৭১ জনের ফল পরিবর্তন

কুমিল্লা শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পুনর্নিরীক্ষণে ৩৭১ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ১০৪ জন ফেল থেকে পাস করেছে। জিপিএ-৫ বেড়েছে ১১৯ জনের। জিপিএ (গ্রেড পয়েন্ট) পরিবর্তন হয়েছে ১৪৮ জনের। বুধবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।

বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, গত ৩১ ডিসেম্বর জেএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এরপর ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ফল পরিবর্তন চেয়ে আবেদন করে ৯ হাজার ৮৩৪ জন। ওই শিক্ষার্থীরা ১২ হাজার ৫৯০টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করে। পরবর্তী সময়ে বোর্ড খাতাগুলো পুনর্নিরীক্ষণ করে ওই ফল ঘোষণা করে।


বোর্ড সূত্রে জানা গেছে, ২০১৯ সালে এই বোর্ডে ২ লাখ ৭০ হাজার ৯৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩১ ডিসেম্বরের ফলে কৃতকার্য হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২২ জন। পাসের হার ৮৮ দশমিক ৮০। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৩১ জন। গতকালের পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর পাস করেছে মোট ২ লাখ ৪০ হাজার ৭২৬ জন। জিপিএ-৫ পেয়েছে মোট ৬ হাজার ২৫০ জন।