Thank you for trying Sticky AMP!!

কুষ্টিয়ায় কোভিড রোগীর মৃত্যু

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কোভিড-১৯ রোগী মারা গেছেন। ওই ব্যক্তির নাম আহম্মদ আলী (৮২)। তিনি জেলার কুমারখালী উপজেলার বড়লিয়া গ্রামের বাসিন্দা। আজ শনিবার সকালে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কুষ্টিয়া সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মোট সাতজনের মৃত্যু হলো।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, আহম্মদ আলী গত ১৫ জুন নমুনা পরীক্ষায় করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হন। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে আজ সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান। পরে লাশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) গাইডলাইন মেনে দাফন করা হয়।