Thank you for trying Sticky AMP!!

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুষ্টিয়ার খোকসা এলাকায় যৌতুকের জন্য নির্যাতন করে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন খোকসা উপজেলার দেবীনগর গ্রামের আবদুল খালেকের ছেলে আবদুল কাদের (২৮)।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিলি খাতুনকে (২০) মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় তাঁর লাশ ফেলে পালিয়ে যান স্বামী। এ ঘটনায় নিহত মিলির ভাই সাইফুল ইসলাম খোকসা থানায় কাদেরের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতন করে হত্যার অভিযোগে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের কৌঁসুলি (পিপি) আবদুল হালিম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।