Thank you for trying Sticky AMP!!

কুড়িগ্রাম জেলা লকডাউন ঘোষণা

করোনাভাইরাসের ঝুঁকি মোকাবেলায় কুড়িগ্রাম জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এক সভার পর এ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে জেলা প্র্রশাসন।

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম সভাপতিত্ব করেন। সভায় সিভিল সার্জন, পুলিশ সুপারের প্রতিনিধিসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত মোতাবেক, বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কুড়িগ্রাম লকডাউন থাকবে।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, লকডাউনের সময়ে জরুরি সেবা ব্যতীত কুড়িগ্রাম জেলায় সব ধরণের যানবাহন ও জনসাধারণের প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

কুড়িগ্রামে এখন পর্যন্ত ৪ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। তাদের সবাই ঢাকা থেকে সম্প্রতি জেলায় ফিরেছে।