Thank you for trying Sticky AMP!!

কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু এলাকায় যানজট

ঘন কুয়াশার কারণে সেতু পারাপার ব্যাহত হওয়ায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত এ যানজট ২০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়। এ সময় দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত কুয়াশার কারণে কয়েক দফা বঙ্গবন্ধু সেতুতে টোল প্লাজা বন্ধ রাখা হয়। এ ছাড়া আরিচা থেকে পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ থাকায় এ সড়কে যানবাহনের চাপ ছিল বেশি। ফলে গতকাল দিবাগত মধ্যরাত থেকে যানজটের সৃষ্টি হয়। আজ ভোরে সেতু থেকে এলেঙ্গা হয়ে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর পর্যন্ত ২০ কিলোমিটার যানজট তৈরি হয়। ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের তৎপরতায় দুপুরের দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
টাঙ্গাইল শহর বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ২৫ মিনিটের পথ পার হতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগে।

টাঙ্গাইলের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) রফিকুল ইসলাম সরকার জানান, কুয়াশার কারণে এ যানজটের সৃষ্টি হয়। পুলিশের প্রচেষ্টায় যান চলাচল দুপুরের দিকে স্বাভাবিক হয়।