Thank you for trying Sticky AMP!!

কেউ পেয়েছেন রিঠা, কেউ গুলশা

বাড়ি তাঁদের বগুড়ার গাবতলী উপজেলার শাহবাসপুর গ্রামে। মাছ শিকারই জীবিকা। যমুনা নদীতে জাল নিয়ে মাছ শিকারে নেমেছেন। কখনো জাল ফেলে আবার কখনো হাত দিয়ে মাছ শিকার করছেন। দিনমান মাছ শিকার করে হাটে বিক্রি করবেন। যমুনা নদীর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া হার্ডপয়েন্টে মাছ শিকারে নেমেছেন তাঁরা। কেউ রিঠা মাছ পেয়েছেন, কেউ পেয়েছেন গলশা। আবার কেউ পেয়েছেন চিংড়ি মাছ।
যমুনা নদীর হার্ড পয়েন্টে মাছ শিকারের জন্য জাল ফেলছেন দুই মৎস্যশিকারি।
জালে ধরা পড়েছে রিঠা মাছ।
নদীতীরে জাল ঝেড়ে শুকিয়ে নেওয়া হচ্ছে।
কোঁচড়ভরা নদীর মাছ।
মাছ পেয়ে বেজায় খুশি মৎস্যশিকারি এনামুল শেখ
জালে ধরা পড়া মাছ
জাল থেকে মাছ ছাড়িয়ে রাখা হচ্ছে
কী তাজা মাছ।