Thank you for trying Sticky AMP!!

কেনিয়ায় করোনায় মারা গেলেন বাংলাদেশি তাবলিগ জামাত সদস্য

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

করোনাভাইরাসের সংক্রমণে কেনিয়ার রাজধানী নাইরোবিতে বাংলাদেশি তাবলিগ জামাতের এক সদস্য মারা গেছেন। ৬৫ বছর বয়সী ওই বাংলাদেশি গতকাল শনিবার মারা যান। 

আজ রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাঁর ফেসবুকে এ তথ্য জানান। ওই ব্যক্তির মরদেহ পরিবারের অনুমতিক্রমে নাইরোবিতে দাফনের কথা রয়েছে।

শাহরিয়ার আলম ফেসবুকে লিখেছেন, কেনিয়ার নাইরোবিতে তাবলিগ জামাতের সদস্য হিসেবে সফরে থাকা ৬৫ বছর বয়সের এক বাংলাদেশি গতকাল সেখানকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কোভিড-১৯ আক্রান্ত ছিলেন। মার্চের শেষে তাঁর বাংলাদেশে ফেরার কথা ছিল। পরিবারের অনুমতিক্রমে মরদেহ সেখানেই দাফন করা হবে।