Thank you for trying Sticky AMP!!

কোচিংয়ে যাওয়ার পথে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

গৌরীপুরে স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনায় স্বজনদের কান্না। ছবি: আনোয়ার হোসেন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সহপাঠীর সঙ্গে কোচিংয়ে যাওয়ার সময় বালুবাহী ট্রাকচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সহপাঠী আহত। আজ সোমবার সকালে গৌরীপুর পৌর শহরের ধানমহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক ও চালকের সহকারীকে আটক করা হয়েছে।

নিহত স্কুলছাত্রীর নাম তিথি পাল (১২)। সে পৌর শহরের মধ্যবাজার এলাকার রঞ্জন পালের মেয়ে। তিথি গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত সহপাঠীর নাম রুপা চক্রবর্তী।

গৌরীপুরে ট্রাক চাপায় নিহত ছাত্রীর সহপাঠীরা ট্রাক চালকের ফাঁসির দাবিতে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ করে। ছবি: আনোয়ার হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে তিথি ও রুপা কোচিংয়ে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়েছিল। পৌর শহরের ধানমহাল এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিথি পাল নিহত হয়। আহত রুপাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, নিহত স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকচালক ও চালকের সহকারীকে আটক করা হয়েছে।