Thank you for trying Sticky AMP!!

কোম্পানীগঞ্জে দুর্নীতিবিরোধী শপথ নিল ৫ শতাধিক শিক্ষার্থী

নোয়াখালীর কোম্পানীগঞ্জের কবি জসীমউদ্‌দীন উচ্চবিদ্যালয়ে সততা সংঘের আয়োজনে দুর্নীতিবিরোধী শপথপাঠ অনুষ্ঠিত হয়েছে। ছবি: লেখক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে কবি জসীমউদ্‌দীন উচ্চবিদ্যালয়ে সততা সংঘের আয়োজনে দুর্নীতিবিরোধী শপথপাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে গতকাল বুধবার সকালের এ আয়োজনে শপথ নিয়েছে পাঁচ শতাধিক শিক্ষার্থী।

অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, ‘তোমরা যে–কেউ অন্যায় দেখবে তা নিজ হাতে প্রতিরোধ করবে। প্রতিরোধ করা অসম্ভব হলে মুখে প্রতিবাদ করবে। মুখে প্রতিবাদ করাও যদি সম্ভব না হয়, তাহলে অন্তর থেকে ঘৃণা করবে।’

সততা সংঘের সমাবেশে দুপ্রকের সম্পাদক বলেন, ‘তোমরা শিক্ষার্থীরা হলে দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছাদূত। সমাজ থেকে দুর্নীতি রুখতে হলে সবাইকে সচেতন হতে হবে। তোমরা কাউকে দুর্নীতি করতে দেখলে তাঁর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে সততা সংঘের মাধ্যমে। তোমাদের সবার সচেতনতা ও সাহসী ভূমিকার মধ্য দিয়ে সুন্দর একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে।’

দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বুধবার দুর্নীতিবিরোধী শপথ পাঠ করেছে পাঁচ শতাধিক শিক্ষার্থী। ছবি: লেখক

এ সময় দুপ্রকের সাধারণ সম্পাদক শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুপ্রকের সদস্য আবুল কাশেম, কোম্পানীগঞ্জ উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন শাহীন, সদস্য নুরুল করিম শাহজাহান, আশ্রাফুল আলম লিংকন, চিকিৎসক ইব্রাহিম সিরাজী, মোহাম্মদ সোহেল, আজিজুর রহমান টিপু, মোহাম্মদ রিপন, নুর উদ্দিন মুরাদ, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ হেলাল আরেফিন প্রমুখ।