Thank you for trying Sticky AMP!!

খালেদা জিয়ার জামিন সম্পূর্ণ এখতিয়ার আদালতের: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ (ফাইল ছবি)

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এখানে সরকারের কোনো করণীয় নেই।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত দ্বিবার্ষিক সাধারণ সভার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় হাছান মাহমুদ এসব কথা বলেন।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, আদালত যদি মনে করেন, তবে জামিন দেবেন। আর যদি মনে করেন, তিনি (খালেদা) জামিন পাওয়ার যোগ্য নন, তাহলে জামিন দেবেন না। এটি একান্তই আদালতের ব্যাপার, সরকারের কোনো বিষয় নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য। বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী স্বাগত বক্তব্য দেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবার বিফল হয়েছেন বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিন আবেদনে নতুন কোনো সারবত্তা না থাকায় তা প্রত্যাখ্যান করেছেন হাইকোর্ট।


আরও পড়ুন:
হাইকোর্টে জামিন চেয়ে আবার বিফল খালেদা জিয়া