Thank you for trying Sticky AMP!!

খুলনায় আইসোলেশনে চিকিৎসাধীন সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের (৭০) মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি মারা যান। তিনি পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই)। বাড়ি নগরের খালিশপুর এলাকায়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারের ফোকাল পারসন (আরএমও) চিকিৎসক মিজানুর রহমান বলেন, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে ওই সাবেক পুলিশ কর্মকর্তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে ৪২ জন মারা গেছেন। এর মধ্যে ৪ জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে।