Thank you for trying Sticky AMP!!

খুলনা বিভাগে কোভিড রোগী ১০ হাজার

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

খুলনা বিভাগে কোভিড-১৯ রোগীর সংখ্যা ছুঁয়েছে ১০ হাজার। বিভাগের প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার ১২৫তম দিনে আজ বৃহস্পতিবার রোগীর সংখ্যা হলো ১০ হাজার। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ হাজারের বেশি রোগী।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্যে দেখা যায়, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে খুলনা বিভাগে নতুন করে ২৪৭ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। বিভাগের ১০ জেলায় এ সময়ে ছয়জন রোগী মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মনজুরুল মুরশিদ জানান, বিভাগে নতুন করে ১৬৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হলেন ৫ হাজার ১১৭ জন। শনাক্ত বিবেচনায় বিভাগে সুস্থ হওয়ার হার ৫১ শতাংশের কিছু বেশি।

খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১৯ মার্চ। পরবর্তী ৭৩ দিনে শনাক্তের সংখ্যা ছাড়ায় ৫০০। গত সোমবার ১২২তম দিনে রোগীর সংখ্যা ছাড়ায় ৯ হাজার। আজ ১২৫তম দিনে রোগীর সংখ্যা ছাড়াল ১০ হাজার।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ২৪৭ জনের মধ্যে খুলনা জেলায় ৩৪ জন, বাগেরহাটে ১৪ জন, চুয়াডাঙ্গায় ২৩ জন, যশোরে ২০ জন, ঝিনাইদহে ৬৪ জন, কুষ্টিয়া ২৩ জন, মাগুরায় ৯ জন, মেহেরপুর ৪, নড়াইলে ১৬ জন ও সাতক্ষীরায় ৪০ জন রয়েছেন।

অধিদপ্তরের দেওয়া হিসাবে, বিভাগের মোট সংক্রমিত ১০ হাজার জনের মধ্যে ৩ হাজার ৮৩৪ জনই খুলনা জেলার। বিভাগের মোট রোগীর প্রায় ৩৯ শতাংশ খুলনার। এ ছাড়া বাগেরহাটে ৪৮৯ জন, চুয়াডাঙ্গায় ৪৬৯, যশোরে ১ হাজার ৪৮৭, ঝিনাইদহে ৭৪৬, কুষ্টিয়ায় ১ হাজার ২৯৩, মাগুরায় ৩৫৫, মেহেরপুরে ১৪৩, নড়াইলে ৫৬৮ ও সাতক্ষীরায় ৬১৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

বিভাগে মৃতের সংখ্যা এখন ১৭৯। মারা যাওয়া লোকজনের মধ্যে খুলনায় সবচেয়ে বেশি ৫৮ জন মারা গেছেন। এ ছাড়া কুষ্টিয়ায় ২৮ জন, যশোরে ২১ জন, সাতক্ষীরায় ১৮ জন, ঝিনাইদহে ১৩ জন, বাগেরহাট ও নড়াইলে ১০ জন করে, মাগুরায় ৮ জন, মেহেরপুরে ৭ জন এবং চুয়াডাঙ্গায় ৬ জন মারা গেছেন।