Thank you for trying Sticky AMP!!

খুলনা বিভাগে নতুন শনাক্ত ২৮০, সুস্থ ৪২০ জন

ছবি রয়টার্স

খুলনা বিভাগে করোনাভাইরাসে (কোভিড–১৯) সংক্রমিত হিসেবে শনাক্ত ব্যক্তির সংখ্যা সাড়ে ১৩ হাজার ছাড়িয়েছে। বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার ১৪২তম দিন শুক্রবার রোগীর সংখ্যা দাঁড়ায় ১৩ হাজার ৫১৯। গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসেবে খুলনা বিভাগে নতুন ২৮০ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান, বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন চারজন। এ নিয়ে করোনায় বিভাগে মোট ২৩৩ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮ হাজার ৭২১ জন। শনাক্ত বিবেচনায় বিভাগে সুস্থতার হার প্রায় ৬৫ শতাংশ।

বিভাগের মধ্যে করোনায় সবচেয়ে বেশি ৭১ জন মারা গেছেন খুলনায়। এ ছাড়া কুষ্টিয়ায় ৩৮ জন, যশোরে ৩০ জন, সাতক্ষীরায় ২২ জন, ঝিনাইদহে ১৭ জন, বাগেরহাটে ১৫ জন, চুয়াডাঙ্গায় ১৩ জন, নড়াইলে ১২ জন, মাগুরায় ৮ জন ও মেহেরপুরে ৭ জন মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ২৮০ জনের মধ্যে খুলনা জেলায় ৩৯ জন, চুয়াডাঙ্গায় ৩০ জন, যশোরে ৭৭ জন, ঝিনাইদহে ২৩ জন, কুষ্টিয়ায় ৫৬ জন, মাগুরায় ২১ জন, মেহেরপুরে ১০ জন ও নড়াইলে ২৪ জন রয়েছেন। এই সময়ে বাগেরহাট ও সাতক্ষীরায় কোনো রোগী শনাক্ত হননি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত ১৩ হাজার ৫১৯ জনের মধ্যে ৪ হাজার ৫৯২ জনই খুলনা জেলার। বিভাগের মোট রোগীর প্রায় ৩৪ শতাংশ খুলনার। এ ছাড়া বাগেরহাটে ৬৩৭ জন, চুয়াডাঙ্গায় ৭৮৯, যশোরে ২ হাজার ৯৯, ঝিনাইদহে ১ হাজার ৭৫, কুষ্টিয়ায় ১ হাজার ৮৯৭, মাগুরায় ৫৪৬, মেহেরপুরে ২২৯, নড়াইলে ৮৭৫ জন ও সাতক্ষীরাতে ৭৮০ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।