Thank you for trying Sticky AMP!!

খুলনা বিভাগে ৩২০ জন কোভিডে আক্রান্ত

ছবি রয়টার্স

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৩২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে কোভিড-১৯-এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৯৬২।

গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা হলো ১৩৭।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মনজুরুল মুরশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, বিভাগে নতুন করে ২৯৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩ হাজার ৫৮২ জন। শনাক্ত বিবেচনায় বিভাগে সুস্থ হওয়ার হার প্রায় ৪৫ শতাংশ।

খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৯ মার্চ। পরবর্তী ৭৩ দিনে শনাক্তের সংখ্যা ৫০০ ছাড়ায়। ১২ জুলাই ১১৬তম দিনে রোগীর সংখ্যা ৭ হাজার ছাড়ায়। ১৪ জুলাই ১১৮তম দিনে রোগীর সংখ্যা সাড়ে সাত হাজার ছাড়ায়।

নতুন শনাক্ত ৩২০ জনের মধ্যে খুলনা জেলায় ১০৪ জন, বাগেরহাটে ১৫, চুয়াডাঙ্গায় ১৬, যশোরে ৬৫, ঝিনাইদহে ৪৬, কুষ্টিয়ায় ৩২, মাগুরায় ২৩, মেহেরপুর ৪, নড়াইলে ১৩ ও সাতক্ষীরায় ২ জন রয়েছেন।

সংক্রমণ ও মৃত্যু—দুই সূচকেই বিভাগের মধ্যে খুলনা অনেক এগিয়ে। মোট সংক্রমিত ৭ হাজার ৯৬২ জনের মধ্যে ৩ হাজার ৩০০ জনই খুলনা জেলার। বিভাগের মোট রোগীর ৪২ শতাংশ খুলনার।

বিভাগে মৃতের সংখ্যা এখন ১৩৭ জন। তাঁদের মধ্যে খুলনায় সবচেয়ে বেশি ৪৮ জন মারা গেছেন। এ ছাড়া কুষ্টিয়ায় ২০, যশোরে ১৭, ঝিনাইদহ ও সাতক্ষীরায় ১০ জন করে, নড়াইল ও বাগেরহাটে ৮ জন করে, মাগুরায় ৭, মেহেরপুরে ৬ এবং চুয়াডাঙ্গায় ৩ জন মারা গেছেন।