Thank you for trying Sticky AMP!!

খুলল শাহ আমানত বিমানবন্দর

ঘূর্ণিঝড়ের কারণে বন্ধ থাকার পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আজ রোববার সকাল ছয়টা থেকে শুরু হয়েছে। বিমানবন্দরের সিভিল এভিয়েশনের কর্মকর্তা সূত্রে এ খবর জানা গেছে।

ঘূর্ণিঝড় রোয়ানু থেকে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বিমানবন্দরের কার্যক্রম গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বন্ধ ছিল। এরপর থেকে বিমানবন্দরের কার্যক্রম ও উড়োজাহাজের ওঠানামাও বন্ধ ছিল।

প্রায় ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস ও প্রবল বৃষ্টি ঝরিয়ে বাংলাদেশের ভূখণ্ড অতিক্রম করে গেছে ঘূর্ণিঝড় রোয়ানু। ঘূর্ণিঝড়টি স্থল নিম্নচাপে পরিণত হয়ে গতকাল রাত আটটা নাগাদ দেশের পার্বত্য জেলা খাগড়াছড়ি দিয়ে ভারতের ত্রিপুরা ও মিজোরামের দিকে চলে যায়। সাগর শান্ত রয়েছে। তবে ঘূর্ণিঝড়টির সঙ্গে আসা মেঘের কারণে দেশের বিভিন্ন এলাকায় আজও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া ও ভারী বর্ষণের আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা বন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আরও জানতে পড়ুন
রোয়ানু কেড়ে নিল ২১ প্রাণ