Thank you for trying Sticky AMP!!

খেলাপি ঋণ আদায়ে কঠোর হওয়ার সুপারিশ

জাতীয় সংসদ ভবন

ঋণখেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে খেলাপি ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি-সম্পর্কিত কমিটি। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এই সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও মন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিগুলো যথাসময়ে বাস্তবায়ন করার জন্য অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। এ ছাড়া রিজার্ভ চুরি ও মুদ্রা পাচার রোধে যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে কঠোর ব্যবস্থা এবং স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতি রোধে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর প্রতি তদারকি জোরদার করার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. আলী আশরাফের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুজিবুল হক, গোলাম মোহাম্মদ কাদের ও আবদুল মান্নান অংশ নেন।

ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

সম্প্রতি চালু হওয়া ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের আশপাশে জনবসতি না থাকায় সড়কে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করেছে সংসদীয় কমিটি। আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ আশঙ্কার কথা জানানো হয়। এই সড়কে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি।

হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণে ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে নির্মিত দৃষ্টিনন্দন সড়কটি উদ্বোধন করায় প্রধানমন্ত্রীকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। বৈঠকে বলা হয়, সড়কটিকে কেন্দ্র করে জনপ্রিয় পর্যটন এলাকা গড়ে উঠেছে। কিন্তু সড়কটির আশপাশে তেমন কোনো বাড়িঘর না থাকায় যেকোনো সময় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বৈঠকে ধলেশ্বরী সেতুর টোল আদায়ে ইজারার সময় তিনবার বৃদ্ধি করে একই ইজারাদারকে দেওয়ার বিষয়টি মন্ত্রণালয়কে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়।

বৈঠকে জানানো হয়, মেট্রোরেলের কাজ আবার পুরোদমে শুরু হয়েছে। অন্যদিকে পদ্মায় প্রবল স্রোত থাকায় দীর্ঘ সময় পর ৩২ নম্বর স্প্যান বসানো হয়েছে। বাকিগুলোও দ্রুততম সময়ে বসানো হবে।

কমিটির সভাপতি একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনলাইনের মাধ্যমে বৈঠকে অংশ নেন। কমিটির অন্যান্য সদস্য এনামুল হক, হাসিবুর রহমান, আবু জাহির, রেজওয়ান আহম্মদ, শেখ সালাহউদ্দিন, সৈয়দ আবু হোসেন ও রাবেয়া আলীম বৈঠকে অংশ নেন।