Thank you for trying Sticky AMP!!

গডফাদারকে হত্যা করতে আসা শাকিল রিমান্ডে

আসামি মাজহারুল ইসলাম ওরফে শাকিল মাজহার। ফাইল ছবি

বিদেশে পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী গ্রেপ্তার মাজহারুল ইসলাম ওরফে শাকিল মাজহারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ রোববার এ আদেশ দেন।

এর আগে মোহাম্মদপুর থানা-পুলিশ শাকিল মাজহারকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ড চেয়ে আবেদন করে। আদালত শুনানি নিয়ে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল শনিবার শাকিলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন র‍্যাব-২ এর পরিদর্শক আবদুল হামিদ খান। গতকাল শনিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয়টি গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, এক গডফাদারকে হত্যা করে আন্ডারওয়ার্ল্ডের দখল নিতে দুবাই থেকে ঢাকায় আসেন শাকিল মাজহার। তবে র‌্যাবের তৎপরতায় সে ‘মিশন’ ব্যর্থ হয় ।

তবে শাকিল মাজহারের পরিবারের দাবি, ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে বিএসএমএমইউ থেকে র‍্যাব সদস্যরা শাকিলকে ধরে নিয়ে যান। এরপর শনিবার দুপুরে তাঁকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দেখানো হয় ।


আরও পড়ুন:
এক গডফাদারকে হত্যা করতে এসে গ্রেপ্তার শাকিল