Thank you for trying Sticky AMP!!

গরু মোটাতাজার বড়ি ব্যবহার বন্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

গরু মোটাতাজাকরণের জন্য ব্যবহৃত ট্যাবলেটের ব্যবহার বন্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ ছাড়া উপযুক্ত তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলে ও মৎস্যচাষিদের আপৎকালীন প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এসব সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে মুজিব বর্ষ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন সংস্থার নেওয়া পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে মন্ত্রণালয় জানায়, মুজিব বর্ষ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করার পরিকল্পনা করা হয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ৬৯ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।

কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথের সভাপতিত্বে কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম ও নাজমা আকতার বৈঠকে অংশ নেন।