Thank you for trying Sticky AMP!!

গাজীপুরে নতুন করে ১১৮ জনের করোনা শনাক্ত

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১১৮ জন। এ নিয়ে জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯১১ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ১৮ জন। আজ মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পোস্টে জানানো হয়, গাজীপুরে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১১৮ জন। তাঁদের মধ্যে সদরে ৩০, কালিয়াকৈর উপজেলায় ১১, কালীগঞ্জে ১, কাপাসিয়ায় ১৫ ও শ্রীপুরে ৬১ জন।

এ নিয়ে গাজীপুরে মোট আক্রান্ত মানুষের সংখ্যা হয়েছে ১ হাজার ৯১১ জন। এর মধ্যে কালিয়াকৈর উপজেলায় ১৯৮, কালীগঞ্জে ১৬২, কাপাসিয়ায় ১২৯, শ্রীপুরে ১৭৯ এবং সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় ১ হাজার ২৪৩ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ১৮ জন এবং সুস্থ হয়েছেন ৩২৭ জন।

এ ব্যাপারে সিভিল সার্জন মো. খাইরুজ্জামান জানান, ৪৬৮ জনের নমুনা পাঠানো হয়েছিল। এতে ১১৮ জনের করোনা পজিটিভ হয়েছে। এ পর্যন্ত গাজীপুর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৪২৯ জনের। করোনা পজিটিভ হয়েছেন ১ হাজার ৯১১ জন।