Thank you for trying Sticky AMP!!

গাজীপুরে বাস খাদে পড়ে একজন নিহত ও আহত ১০

যাত্রীবাহী বাসটি খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিসের লোকজন এসে তা উদ্ধারের চেষ্টা করেন। মাঝুখান, গাজীপুর ২৪ মে ২০১৮। ছবি: সংগৃহীত

গাজীপুরের সদর উপজেলার মাঝুখান এলাকায় ঢাকা-নরসিংদী সড়কে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। উপজেলার মাঝুখান পশ্চিমপাড়া এলাকায় বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর থানাধীন পুবাইল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শফিকুল ইসলাম জানান, নরসিংদী থেকে টঙ্গীগামী ‘এনএমজি পরিবহন’ নামের একটি বাস ২০-৩০ জন যাত্রী নিয়ে টঙ্গী যাচ্ছিল। বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার মাঝুখান পশ্চিমপাড়া এলাকায় আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নরসিংদীর নয়ন তারা (৩৫) নামের এক নারী মারা যান। আহত ব্যক্তিদের টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার দেওয়া হয়।

টঙ্গী ফায়ার স্টেশনের মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় টঙ্গী ফায়ার সার্ভিসের একটি দল। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ সময় একজন মারা যান।’