Thank you for trying Sticky AMP!!

গৃহবধূ সোনিয়া হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

গৃহবধূ সোনিয়া সুলতানা হত্যা মামলায় স্বামী মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৯–এর বিচারক মো. শরীফ উদ্দিন এই রায় দেন। রায় ঘোষণার সময় মশিউর আদালতে হাজির ছিলেন।

মামলার নথিপত্র সূত্রে জানা যায়, ২০০৪ সালে মশিউর রহমানের সঙ্গে সোনিয়া সুলতানার বিয়ে হয়। বিয়ের আগে মশিউর পোশাক কারখানায় চাকরি করতেন। বিয়ের পর চাকরি ছেড়ে তিনি ব্যবসা শুরু করেন। ব্যবসার প্রয়োজনে যৌতুক চান ২৫ লাখ টাকা। যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানায় সোনিয়ার পরিবার।

২০১৫ সালের ২৬ জুলাই সোনিয়ার পরিবারের সদস্যদের ফোন দিয়ে মশিউর বলেন, ‘সোনিয়া অসুস্থ।’ পরে বাসায় এসে তাঁরা দেখেন সোনিয়ার লাশ। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সোনিয়ার ভাই আবদুল্লাহহেল রাফী বাদী হয়ে ২০১৫ সালের ৮ আগস্ট মামলা করেন।