Thank you for trying Sticky AMP!!

গোয়ালন্দে নির্বাচনী আইন অমান্য করায় ৭ জনকে জরিমানা

প্রতীকী ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে নির্বাচনী আচরণবিধি অমান্য করে মোটরসাইকেল চালানোর দায়ে সাত তরুণকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাত তরুণকে জরিমানা করেছেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল-মামুন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজ শফী বলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে গোয়ালন্দ পৌরসভার বিভিন্ন এলাকায় নির্বাচন কমিশনের অনুমতি না নিয়ে বেশ কয়েকজন তরুণ মোটরসাইকেল চালাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশের সহযোগিতায় নির্বাচনী দায়িত্ব পালনকারী নির্বাহী হাকিম সাত তরুণ মোটরসাইকেল আরোহীকে আটক করেন। গোয়ালন্দ পৌরসভার আলম চৌধুরী পাড়ার ওহিদুল ইসলাম, কুমড়াকান্দি গ্রামের সুজন চৌধুরী, উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর ওমেদ ব্যাপারী পাড়ার আজিবর শেখ, বাহাদুরপুর গ্রামের আশরাফ শেখ, গফুর মন্ডল পাড়ার ইব্রাহিম ব্যাপারী, দৌলতদিয়া আঁতর সরদার পাড়ার মনির মোল্লা ও দেবগ্রাম ইউনিয়নের পিয়ার আলী মোড় এলাকার আমান ব্যাপারীকে আটক করেন আদালত। পরে তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। তবে শর্ত থাকে যে নির্বাচন শেষে তাঁরা মোটরসাইকেল ফেরত পাবেন। পরে আটক মোটরসাইকেলগুলো গোয়ালন্দ ঘাট থানা হেফাজতে রাখা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. আবদুল্লাহ আল-মামুন বলেন, নির্বাচনী এলাকায় নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া আইন অমান্য করলে তাঁকে শাস্তি পেতে হবে। নির্বাচন কমিশনের বিনা অনুমতিতে তাঁরা মোটরসাইকেল চালাচ্ছিলেন। তাই তাঁদের জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। নির্বাচনী বিধি মোতাবেক কার্যক্রম শেষ হওয়ার পর তাঁরা মোটরসাইকেল ফিরে পাবেন।