Thank you for trying Sticky AMP!!

গ্রাম পুলিশের জন্য ৬ কোটি টাকার বিশেষ অনুদান

বাংলাদেশের ৪ চার হাজার ৫৬৯টি ইউনিয়ন পরিষদে নিয়োজিত প্রায় ৪৬ হাজার গ্রাম পুলিশকে (দফাদার ও মহল্লাদার) ১ হাজার ৩০০ টাকা করে মোট ৬ কোটি টাকা বিশেষ অনুদান দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। আজ এই বিভাগ থেকে এ বিষয়ে সরকারি আদেশ দেওয়া হয়।

২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেট বরাদ্দ থেকে প্রতি জেলার জন্য মঞ্জুরিকৃত অর্থ তোলার অনুমোদনপত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। জেলা প্রশাসকেরা তাঁদের অনুকূলে বরাদ্দকৃত অর্থ ট্রেজারি থেকে উত্তোলন করে প্রত্যেক গ্রাম পুলিশকে ১ হাজার ৩০০ টাকা করে সরাসরি প্রদান করবেন। বর্তমান করোনা–পরিস্থিতি মোকাবিলায় গ্রাম পুলিশ বিশেষ ভূমিকা পালন করায় প্রণোদনা হিসেবে এ অনুদান দেওয়া হলো।