Thank you for trying Sticky AMP!!

গ্রাহকদের এসএমএস পাঠানোর সংখ্যা কমানোর সুপারিশ

মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো থেকে গ্রাহকদের কাছে পাঠানো খুদে বার্তার (এসএমএস) সংখ্যা কমানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মঙ্গলবার এই সুপারিশ করে। জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

সব মোবাইল ফোন অপারেটর কোম্পানিকে (মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান) প্রতিবছর তাদের নিজস্ব নিরীক্ষক দিয়ে আর্থিক ও টেকনিক্যাল অডিট সম্পন্ন করে তাদের প্রতিবেদন বিটিআরসি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিকে দেওয়ারও সুপারিশ করা হয়েছে।

স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মোয়াজ্জেম হোসেন রতন, শওকত হাচানুর রহমান, শেখ আফিল উদ্দিন ও হোসনে আরা লুৎফা ডালিয়া। বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।