Thank you for trying Sticky AMP!!

ঘুষ নিয়ে হাতেনাতে ধরা, এসআই বরখাস্ত

মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে বাদীর কাছে আট হাজার টাকা ঘুষ চেয়েছিলেন মাদারীপুরের সদর উপজেলার চরমুগরিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মাকসুদুর রহমান৷ গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাঁকে ঘুষের টাকাসহ হাতেনাতে ধরেন পুলিশ সুপার৷ পরে এসআইকে তিনি সাময়িক বরখাস্ত করেন৷
পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম বলেন, ‘এসআই মাকসুদুর রহমান নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলার বাদী এক নারীর কাছে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা বলে বড় অঙ্কের টাকা দাবি করেন৷ ওই নারী বিষয়টি আমাকে জানান৷ আমি ওই নারীকে জানতে বলি এসআই সর্বনিম্ন কত টাকায় মামলার তদন্ত প্রতিবেদন দেবে তা জানাতে৷ এসআই মাকসুদ ওই নারীর সঙ্গে আট হাজার টাকায় রফাদফা করেন৷ এরপর আমি স্বাক্ষর দিয়ে ওই নারীর হাতে আট হাজার টাকা দিই৷ বৃহস্পতিবার রাতে ওই টাকা ঘুষ হিসেবে গ্রহণ করেন এসআই মাকসুদ৷ আমি গিয়ে হাতেনাতে ধরে ফেলি৷’
পুলিশ সুপার আরও জানান, ঘুষ গ্রহণের বিষয়টি যাতে অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে৷ এই ঘটনায় মাকসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে৷