Thank you for trying Sticky AMP!!

চকরিয়ায় কৃষককে আছড়িয়ে মারল বন্য হাতি

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদার পাহাড়ি এলাকা আরিঘোনায় এক কৃষককে আছাড় দিয়ে মেরেছে বন্য হাতি। নিহত ব্যক্তির নাম জাবিন্দ্র বড়ুয়া ওরফে জানু বড়ুয়া (৬০)। তিনি পহরচাঁদার পশ্চিম বড়ুয়াপাড়ার বাসিন্দা। আজ বুধবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহতের পরিবারের সদস্যরা বলেন, গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে জাবিন্দ্র বড়ুয়া পহরচাঁদার পাহাড়ি এলাকার আরিঘোনায় ধানখেত পাহারা দিতে যান। ভোরে ধানখেত পাহারা দিয়ে বাড়ি ফেরার পথে একটি বন্য হাতির সামনে পড়েন। এ সময় বন্য হাতিটি তাঁকে আছড়িয়ে হত্যা করে।

জানতে চাইলে হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরানুল ইসলাম বলেন, জাবিন্দ্র বড়ুয়ার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে। এতে ধারণা করা হচ্ছে, বন্য হাতি জাবিন্দ্রকে আছড়িয়ে মেরেছে। প্রশাসনের অনুমতি নিয়ে মরদেহ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।