Thank you for trying Sticky AMP!!

চট্টগ্রাম–সিলেট রুটেও চলবে বিমানের ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইনস

প্রথমবারের মতো চট্টগ্রাম–সিলেট–চট্টগ্রাম রুটে চালু হতে যাচ্ছে বিমানের ফ্লাইট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে এই ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে বিমান দেশের ভেতর ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুর, রাজশাহী, যশোর, বরিশাল, কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেটে ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া আন্তর্জাতিক বেশ কয়েকটি রুটেও ফ্লাইট রয়েছে।

বন্দর নগরী চট্টগ্রাম থেকে ১৭ মার্চ শুরু হতে যাওয়া এ ফ্লাইট চলবে সপ্তাহে দুদিন। তবে কোন দুদিন ফ্লাইট চলবে তা এখনো জানানো হয়নি। অভ্যন্তরীণ পর্যটন ও বাণিজ্যের কথা বিবেচনা করেই মূলত ফ্লাইট পরিচালনার এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে বিমান দেশের ভেতর ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুর, রাজশাহী, যশোর, বরিশাল, কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেটে ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া আন্তর্জাতিক বেশ কয়েকটি রুটেও ফ্লাইট রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস মূলত বিমান নামে পরিচিত। এটি দেশের একমাত্র সরকারি ও জাতীয় পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা।