Thank you for trying Sticky AMP!!

চট্টগ্রামে বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে একজনের মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পেরেক কারখানার পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারিয়েছেন আবদুল মান্নান (৩৮) নামের একজন। আজ শনিবার দুপুর দুইটার দিকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।


স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার রাতে উপজেলার শাহ ছমিয়া নগর এলাকার পেরেক কারখানার পেছনে টিনের বেড়া কেটে ভেতরে ঢোকার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আবদুল মান্নান। টিন কাটার সময় টিনের বেড়ার ভেতরে থাকা বৈদ্যুতিক ফাঁদ স্পর্শ করতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পটিয়া উপজেলার মনসা গ্রামের নিজাম উদ্দিন বছর ধরে এখানে কারখানা করেছেন। এর আগে কয়েকবার তাঁর কারখানায় চুরি হয়। চুরি ঠেকাতে তিনি বৈদ্যুতিক ফাঁদ বসান।


এ বিষয়ে কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) মো. ইয়াসির আরাফাত বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে শুনে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, টিন কেটে কারখানায় প্রবেশ করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।