Thank you for trying Sticky AMP!!

চট্টগ্রাম বঙ্গবন্ধু স্মৃতি অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন আলমগীর স্পোর্টিং ক্লাব

চট্টগ্রাম ইয়ুথ ফোরামের বঙ্গবন্ধু স্মৃতি অলিম্পিক ফুটবলের ফাইনাল খেলা আলমগীর স্পোর্টিং ক্লাব ও রেড হান্টার স্পোর্টিং ক্লাবের মধ্য। ছবি: লেখক

চট্টগ্রাম ইয়ুথ ফোরামের আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আলমগীর স্পোর্টিং ক্লাব। গত শুক্রবার বিকেল চারটায় গরীবউল্লাহ শাহ হাউজিং সোসাইটি বায়তুল আমান জামে মসজিদসংলগ্ন মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার দ্বিতীয়ার্ধে আলমগীর স্পোর্টিং ক্লাব ২-০ গোলে রেড হান্টার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে শিরোপা ঘরে তোলে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি মো. মুসলিম বলেন, বর্তমান যুবসমাজকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনার জন্য খেলাধুলার বিকল্প কিছু হতে পারে না। এই টুর্নামেন্ট যুব ও তরুণ প্রজন্মকে মাদক ও খারাপ কাজ থেকে ফিরিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করবে।

খেলার জয়ী হয় আলমগীর স্পোর্টিং ক্লাব। ছবি: লেখক

চট্টগ্রাম ইয়ুথ ফোরামের সভাপতি জাহেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও ওমর গনি এমইএস কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান তারেক, শুলকবহর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি ও শেখ রাসেল স্মৃতি সংসদ আলফালাহ হাউজিং সোসাইটির উপদেষ্টা সোহেল রানা ও সাবেক ছাত্রনেতা মো. মোমিন, শ্যামলী পরিবহনের জেনারেল ম্যানেজার বাবুল আহম্মদ, নাজির আহমেদ, ফারুক আহমেদ, বিপ্লব সরকার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জাহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান, অপু চৌধুরী, মো. হাসান, আসিফ হোসেন, আল-আমিন মুন্না, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ সালাউদ্দিন, নুরুল আবছার রাফি প্রমুখ।