Thank you for trying Sticky AMP!!

চট্টগ্রাম ৯ : ইভিএম মেশিন নষ্ট ভোট স্থগিত

ইভিএম । ফাইল ছবি

চট্টগ্রাম নগরের এস এস খালেদ রোডের আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রের প্রাঙ্গণে অবস্থিত ২টি কেন্দ্রে দুটি ইভিএম মেশিন নষ্ট হয়ে যাওয়ায় ভোট দিতে পারছেন না হাজার খানেক ভোটার। দুপুর ১২ টার দিকে কেন্দ্র দুইটি ঘুরে এই চিত্র দেখা যায়।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আসিফ মাহমুদ প্রথম আলোকে বলেন, সকাল ৭টা থেকে আটটা পর্যন্ত ডেমো ভোটে দেখা গেছে সব মেশিন ঠিক আছে। কিন্তু আটটায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর একটি যন্ত্র বিকল হয়ে যায়। ওই যন্ত্রে ৪৫০ জন ভোটারের ভোট আছে। তাঁরা ভোট দিতে পারছেন না। তবে ঢাকার নির্বাচন কমিশন কার্যালয়ে বিষয়টি জানানো হয়েছে। তাঁরা বেলা ২টা নাগাদ ইভিএম মেশিন পাঠাবেন বলে নিশ্চয়তা দিয়েছেন। এরপরে আবার ভোট গ্রহণ শুরু হবে।

লোকপ্রশাসন প্রাঙ্গণের আরেকটি কেন্দ্রে একটি ইভিএম মেশিন নষ্ট হয়ে যাওয়ায় প্রায় ৫০০ ভোটারও ভোট দিতে পারছেন না। ইভিএম মেশিন সচল হলে তাঁরা ভোট দেবেন বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।

এখানকার একজন ভোটার তনয় বড়ুয়া (৫২) প্রথম আলোকে বলেন, এগারোটায় ভোট দিতে এসে দেড় ঘণ্টা অপেক্ষা করেও ভোট দিতে পারেননি তিনি। ২টা পর্যন্ত অপেক্ষা করবেন ভোট দেওয়ার জন্য।