Thank you for trying Sticky AMP!!

চাঁদপুরে এক দিনে সবোর্চ্চ ২৮ করোনা রোগী শনাক্ত

চাঁদপুরে এক দিনে সবোর্চ্চ ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আজ রোববার দুপুরে নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ এ তথ্য নিশ্চত করেন।
সিভিল সার্জন জানান, জেলায় নতুন করে আক্রান্ত ২৮ জনের মধ্যে চাঁদপুর সদরে ১৫ জন, ফরিদগঞ্জে ১১ জন, কুচয়ায় ১ জন ও হাইমচরে ১ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
তবে এখন পর্যন্ত জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত চাঁদপুর সদরে ৮০ জন। এ ছাড়া ফরিদগঞ্জে ২৬, মতলব উত্তরে ৬, হাজীগঞ্জে ৮, মতলব দক্ষিণ ৬, কচুয়ায় ৮, শাহরাস্তিতে ৮ ও হাইমচরে ৩ জন।
চাঁদপুর সদর হাসপাতালের করোনা ফোকাল পারসন সুজাউদ্দোলা রুবেল বলেন,আক্রান্তদের মধ্যে ৭ জন এখনো হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। বাকিরা নিজ নিজ বাড়িতে নিজ থেকেই চিকিৎসা নিচ্ছেন।