Thank you for trying Sticky AMP!!

চাঁদপুরে মারা যাওয়া কিশোরীর করোনা পজিটিভ

জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা যাওয়া কিশোরীর (১৪) শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ছিল। আজ শনিবার সকালে তার করোনা পরীক্ষার প্রতিবেদন 'পজিটিভ' এসেছে বলে জানান চাঁদপুর সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ।

সিভিল সার্জন জানান, ফরিদগঞ্জের ওই কিশোরী গত বৃহস্পতিবার আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আগের দিন বুধবার রাত সাড়ে ১২টার দিকে তাকে চাঁদপুর সদর হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় নিয়ে আসা হয়। এরপর তাকে আইসোলেশনে ভর্তি করা হয়। তার করোনা পরীক্ষা করে দেখে গেছে করোনায় আক্রান্ত ছিল।

একইদিন সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাট এলাকার বৃদ্ধা (৭৫) মারা যান। নমুনা পরীক্ষায় তাঁর শরীরে করোনার সংক্রমণ মেলেনি বলে জানান সিভিল সার্জন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত চাঁদপুরে ২৩৯ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪ জনের করোনা শনাক্ত করা হয়। এখনো ১৮টি নমুনা পরীক্ষার প্রতিবেদন আসেনি।