Thank you for trying Sticky AMP!!

চাঁপাইনবাবগঞ্জে ককটেল হামলায় একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রামচন্দ্রপুরহাট এলাকায় গতকাল রোববার দুপুর ১২টার দিকে ককটেল হামলায় আজিজুর রহমান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন৷
পুলিশ ও একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজিজুরের বাড়ি রামচন্দ্রপুরহাট এলাকায়৷ তিনি স্থানীয় আওয়ামী লীগের সমর্থক৷ গতকাল হাটে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে তাঁর ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন আজিজুর৷ এ সময় একদল দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে ত্রাসের সৃষ্টি করে৷ পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আজিজুরের মাথায় লক্ষ্য করে একটি ককটেল ছোড়ে মারে৷ ককটেলটির বিস্ফোরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷ অভিযোগ রয়েছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই এলাকার আবুল কালামের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল৷ এর জেরেই এ হামলা হয়৷
এ ঘটনার কিছুক্ষণ পর আজিজুরের একদল সমর্থক প্রতিপক্ষের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন৷ পরে র৵াপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র৵াব) ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন৷
পুলিশ সুপার বশির আহমেদ সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শক্তিশালী ককটেলের আঘাতে আজিজুরের মৃত্যু হয়৷ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজিজুর ও কালাম পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে৷ এর আগে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়৷ উভয় পক্ষের বিরুদ্ধে পাল্টাপাল্টি বেশ কয়েকটি মামলা রয়েছে৷