Thank you for trying Sticky AMP!!

চালকের অভাবে 'সেবা বাহন' অকেজো

গ্রামের মানুষদের জরুরি সেবা পৌঁছে দিতে ২০১৬-২০১৭ সালে ‘সেবা বাহন’ চালু করে ০৫ নং খরনা ইউনিয়ন পরিষদ। কিন্তু সেবা বাহনটি চালকের অভাবে দীর্ঘদিন ধরে পড়ে থাকায় নষ্ট হয়ে যাচ্ছে।
শাজাহানপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের চুন্নু মিয়া সেবা বাহনটি চালাতেন। হোটেল ব্যবসার পাশাপাশি চুন্নু মিয়া এলাকার অসুস্থ লোকদের কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালে রোগী নিয়ে যেতেন। বেশ কিছুদিনের মধ্যে রোগী আনা নেওয়ায় সেবা বাহনটি জনপ্রিয় হয়ে ওঠে। সেবা বাহনটি চালকের অভাবে অকেজো হয়ে যাচ্ছে।
০৫ নং খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান সাহীন প্রথম আলোকে বলেন, জনগণের দোরগোড়ায় জরুরি সেবা দিতে যানটি চালু করা হয়। কিন্তু চালকের অভাব এটি নষ্ট হয়ে যাচ্ছে।
‘সেবা বাহন’চালু করে ০৫ নং খরনা ইউনিয়ন পরিষদ
চালকের অভাবে পড়ে থাকায় নষ্ট হয়ে যাচ্ছে
নষ্ট হচ্ছে চাকা
ধুলোবালি জমে এই অবস্থা সেবা বাহনের
অকেজো সেবা বাহন দেখে কষ্ট পায় এলাকাবাসী
এভাবেই পড়ে আছে সেবা বাহন
অকেজো চাকা