Thank you for trying Sticky AMP!!

চিকনাই নদে নৌকাবাইচ

পাবনার আটঘরিয়া উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া চিকনাই ননে নৌকাবাইচকে কেন্দ্র করে তৈরি হয়েছে আনন্দঘন পরিবেশ। নানা রঙের পোশাকে বাইচে অংশ নেন প্রতিযোগীরা। ঢাক–ঢোলসহ নানা বাদ্যের তালে তালে ছিল সারিগান। নানা বর্ণে, আনন্দে-উল্লাসে বেশ জমে ওঠে বাইচ।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আটঘরিয়া পৌরসভা নৌকাবাইচের আয়োজন করে।
জমজমাট এই নৌকাবাইচের পৃষ্ঠপোষকতা করেন স্কয়ার ফুড এন্ড বেভারেজের ‘রুচি’।
১২ অক্টোবর থেকে ১৫ দিনব্যাপী চলবে এই নৌকাবাইচ।
নৌকাবাইচে প্রতিদিন বিকেলে নদীতে নৌকা চলে।
নদী পারে গরুলী বাজারে তৈরি হয়েছে বিশাল মঞ্চ।
দূর থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছুটে আসছে নৌকাবাইচ উপভোগ করতে।
প্রতিযোগিতায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে ২০টি বাইচের নৌকা এসেছে।
কে যাবে কার আগে? চলছে সেই প্রতিযোগিতা।