Thank you for trying Sticky AMP!!

চীনের টিকার অগ্রাধিকার তালিকায় হলের আবাসিক ছাত্ররা

ফাইল ছবি

১৯ জুন থেকে দেশে চীনের উপহারের টিকা দেওয়া শুরু হবে। উপহারের ১০ লাখ ৭০ হাজার ডোজ টিকা সরকারের হাতে আছে। প্রত্যেককে দুই ডোজ করে এই পাঁচ লাখের বেশি মানুষকে দেওয়া যাবে।

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, তাঁদের হাতে যে টিকা আছে, তা পাঁচ লাখ মানুষকে দেওয়া হবে। তাঁদের দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার ব্যবস্থা রেখে এই টিকা দেওয়া শুরু হবে। তিনি জানান, এই টিকা কারা পাবেন, তাঁর একটি অগ্রাধিকার তালিকা করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যাঁরা নির্ধারিত কেন্দ্রে নিবন্ধন করে রেখেছেণ, তাঁরা এই টিকা পাবেন। এতে আগ্রধিকার তালিকায় আছেন সরকারি স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্য, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের শিক্ষার্থী, সরকারি নার্সিং শিক্ষার্থী, সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থী, উন্নয়ন প্রকল্পের ( পদ্মা সেতু প্রকল্প) কর্মকর্তা, বিদেশগামী জনশক্তি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদেহ ব্যবস্থাপনায় যুক্ত ব্যক্তি এবং এ দেশে থাকা চীনা নাগরিকসহ অন্য দেশের নাগরিকেরা।