Thank you for trying Sticky AMP!!

চীন থেকে করোনাভাইরাসরোধী কিট ও মাস্ক আসছে

করোনাভাইরাস মোকাবিলায় চীন থেকে আজ বৃহস্পতিবার বিকেল নাগাদ দ্বিতীয় ধাপে মেডিকেল সরঞ্জাম এসে পৌঁছাচ্ছে। এতে ১০ হাজার টেস্ট কিট, প্রথম সারির ডাক্তারদের জন্য ১০ হাজার পিপিই ও ১ হাজার থার্মোমিটার রয়েছে।

২৬ মার্চ চীন সরকারের একটি বিশেষ উড়োজাহাজে করে এ সরঞ্জামাদি ঢাকায় পৌঁছাবে। বাংলাদেশে চীনা দূতাবাস সূত্রে এসব তথ্য জানা যায়।

চীন দূতাবাস জানায়, চীনের কুনমিং শহর থেকে বিশেষ ফ্লাইটে কিট ও মেডিকেল সরঞ্জাম আসছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কিট এসে পৌঁছাবে। বিমানবন্দরে এসব সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে চীন দূতাবাসের পক্ষ থেকে হস্তান্তর করা হবে।

চীন সরকার করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশকে চিকিৎসাসামগ্রী সহায়তা দিচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশে এসব সামগ্রী আসছে। এর আগে প্রথম দফায় চীন বাংলাদেশকে দুই হাজার কিট ও চিকিৎসাসামগ্রী দিয়েছিল।