Thank you for trying Sticky AMP!!

চুরি হওয়ার পাঁচ দিন পর নবজাতক উদ্ধার

চুরি যাওয়ার পাঁচ দিন পর নবজাতকটিকে উদ্ধার করে মায়ের কোলে তুলে দিয়েছে পুলিশ। ছবি: প্রথম আলো

নরসিংদী পৌর এলাকার একটি ক্লিনিক থেকে চুরি যাওয়ার পাঁচ দিন পর এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। নরসিংদী রেলওয়ে স্টেশনের সামনে থেকে আজ মঙ্গলবার রাত আটটার দিকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় ইয়াসমিন (২৬) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই নবজাতকের মা-বাবা হলেন সখিনা বেগম ও শাহ আলম নামের এক দম্পতি। তাঁদের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার ইটনা গ্রামে।

নরসিংদী মডেল থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে শহরের বাসাইল এলাকার ওই ক্লিনিক থেকে চুরি হয় তিন দিন বয়সী ওই নবজাতক। ঘটনার সময় ইয়াসমিনের কোলে নবজাতককে দিয়ে সখিনা বেগম ভাত খেতে বসেছিলেন। সে সময় তিনি নবজাতককে নিয়ে পালিয়ে যান।

নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় নবজাতক চুরি করা ওই নারীকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে।