Thank you for trying Sticky AMP!!

চৈত্রসংক্রান্তি

সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহী চৈত্রসংক্রান্তি উদ্যাপন করে। গতকাল সন্ধ্যায় নগরের কুমারপাড়া এলাকায় পদ্মার পাড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চৈত্রসংক্রান্তি উদ্যাপন অনুষ্ঠানের সভাপতি ছিলেন ভাষাসৈনিক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবুল হোসেন। জয় বাংলা সাংস্কৃতিক জোট, রাজশাহী আবৃত্তি পরিষদ, মুক্তিযুদ্ধ পাঠাগার ও ধ্রুবসখাসহ আরও কয়েকটি সংগঠন এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। রাজশাহী আবৃত্তি পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, চৈত্রসংক্রান্তি বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্য। এ ঐতিহ্য রক্ষার অনুষ্ঠানে রাজশাহী আবৃত্তি পরিষদের পক্ষ থেকে অংশ নিয়ে অনেক ভালো লেগেছে।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী