Thank you for trying Sticky AMP!!

ছবিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সারা দেশে বিভিন্ন কার্যক্রম পালিত হচ্ছে। দেশের বিভিন্ন এলাকা থেকে পাঠানো ছবি নিয়ে ছবির গল্প।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি, ঢাকা, ১৭ মার্চ। ছবি: বাসস
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির জনকের প্রতিকৃতিতে দলীয় নেতৃবৃন্দদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা, ১৭ মার্চ। ছবি: বাসস
‘সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে ‘বাংলার বাতিঘর’ অনুষ্ঠানে রাত ১২টা ১ মিনিটে মোমবাতি জ্বালিয়ে ‘মুজিব শতবর্ষ’ বরণ করে নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনার, সিলেট, ১৭ মার্চ। ছবি: আনিস মাহমুদ
জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদনের জন্য জড়ো হয়েছে এলাকাবাসী। রাঙামাটি, ১৭ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কিশোরগঞ্জ, ১৭ মার্চ। ছবি: তাফসিলুল আজিজ
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কর্মকর্তা–কর্মচারীরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তাঁর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধু ভাস্কর্য, রাঙামাটি, ১৭ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয় দেয়ালপত্রিকা প্রকাশ করে। দাউদকান্দি, কুমিল্লা, ১৭ মার্চ। ছবি: প্রথম আলো