Thank you for trying Sticky AMP!!

ছবিতে সমরাস্ত্র প্রদর্শনী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চলছে সমরাস্ত্র প্রদর্শনী। গত রোববার রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ার গ্রাউন্ডে এই প্রদর্শনী শুরু হয়। বাংলাদেশ সম্মিলিত সামরিক বাহিনী আয়োজিত এই প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে সামরিক ট্যাংক, রকেট লঞ্চার, এপিসি, উড়োজাহাজ, যুদ্ধজাহাজসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র। প্রদর্শনী ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে। ৩০ মার্চ দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সর্বসাধারণের সঙ্গে ঢাকা শহরের স্কুল-কলেজের শিক্ষার্থী এবং ৩১ মার্চ দুপুর ১২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সশস্ত্র বাহিনী সদস্যদের পরিবার ও তিন বাহিনী পরিচালিত স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য সমরাস্ত্র প্রদর্শনী উন্মুক্ত থাকবে। ছবিগুলো বৃহস্পতিবারের।
খুব কাছ থেকে ট্যাংক দেখতে পেয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ।
প্রদর্শিত হচ্ছে একটি উড়োজাহাজ।
বাংলাদেশ নৌবাহিনীর সর্বাধুনিক ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ ‘বানৌজা বঙ্গবন্ধু’। এটি মূল জাহাজের মডেল।
টাওয়ার থেকে দড়ি বেয়ে নামছেন এক দর্শনার্থী।
প্রদর্শিত হচ্ছে বিশাল আকৃতির একটি বর্ণিল প্যারাস্যুট।
জাতিসংঘ শান্তি মিশনে ব্যবহৃত হয় এই স্থলযান।
ল্যান্ডিং ক্রাফট ট্যাংক (এলসিটি) দেখছে শিক্ষার্থীরা।
অত্যাধুনিক রকেট লঞ্চার।
যুদ্ধক্ষেত্রে তৈরি করা হয় এমন সুরক্ষিত বাংকার।
আট চাকার এপিসি। দুর্গম এলাকায় চলাচলের জন্য এই স্থলযানের জুড়ি নেই।
জাতীয় স্মৃতিসৌধের রেপ্লিকা।