Thank you for trying Sticky AMP!!

ছবি আঁকা দেয়ালটাই যেন বাংলাদেশ!

দেয়ালে আঁকা নানা ছবি। বায়ান্নর ভাষা আন্দোলনের বিক্ষোভ, শহীদ মিনার, ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ, ২৫ মার্চের গণহত্যা, বাঙালির আন্দোলন, পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য। দেখে মনে হয়, ছবি আঁকা দেয়ালটাই যেন বাংলাদেশ। এ সব ছবি আঁকা হয়েছে আজ শনিবার ৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষে।

‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ নামের ফেসবুকভিত্তিক স্বেচ্ছাসেবী একটি সংগঠন জেলা খ্রিস্টিয়ান মিশন প্রাইমারি স্কুলের ভেতর ও বাইরের দেয়াল ছবি এঁকে রঙিন করেছে। সকাল আটটা আট মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার আট কৃতী সন্তান ‘রঙিন হবে আমাদের স্কুল’ স্লোগানে মুক্ত দিবস উপলক্ষে আঁকা ছবির নামফলক উদ্বোধন করেন। পরে তাঁরা ছবিগুলো ঘুরে দেখেন।

প্রথম আলো ও বার্জারের সহযোগিতায় বিদ্যালয়টির মাঠে ওই অনুষ্ঠান করা হয়। এতে জেলার আট কৃতী সন্তানের মধ্যে মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, দৈনিক ‘সমকাল’–এর বিশেষ প্রতিনিধি রাজীব নূর, রাশিয়ায় চলতি বছরে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে ফিফার অ্যান্টি ডোপিং দলের সদস্য হিসেবে থাকা হৃদ্‌রোগ বিশেষজ্ঞ আবদুল মতিন, চিত্রনায়ক রোশন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম, সূর্যমুখী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ সালমা বারী, খ্রিস্টিয়ান মিশন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নেলী নিরুপমা কর্মকার ও বাংলাদেশ অনূর্ধ্ব জাতীয় নারী টেনিস দলের সদস্য মাশফিয়া আফরিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেয়ালে আঁকা ছবিগুলো নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা সৃষ্টি করতে সহযোগিতা করবে; যা খুবই জরুরি।

‘রঙিন হবে আমাদের স্কুল’ কাজটির মূল সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠনের সদস্য মিশুক মাহমুদ। খ্রিস্টিয়ান মিশন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এটি সঞ্চালনা করেন বিবর্ধন রায়।