Thank you for trying Sticky AMP!!

ছুটির দিনে বৃক্ষমেলায়

রাজধানীর শেরেবাংলা নগরে চলছে জাতীয় বৃক্ষমেলা। গত বুধবার মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়। মাসব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ বীর শহীদের অমর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ৩০ লাখ গাছের চারা রোপণ করা হবে। বিভিন্ন দেশি-বিদেশি ফলফুল ও ঔষধি গাছের চারার সমাহার এই মেলায়। এবারের মেলার প্রতিপাদ্য বিষয় ‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই’। ছবিগুলো শুক্রবারের।

অনেকে সপরিবারে মেলায় আসছেন। মেলার মাধ্যমে শিশুরা বিভিন্ন গাছের সঙ্গে পরিচিত হচ্ছে।
বাহারি নামের নানা প্রজাতির গাছের চারার প্রদর্শনী চলছে।
অনেকে এসেছেন বারান্দা ও ছাদ সাজাতে ফুলের চারা কিনতে।
যেন পাতার কারুকাজ। মেলায় মিলবে এমন বিচিত্র সব শোভাবর্ধনকারী গাছও।
নানা রঙের অর্কিডের চারা দিয়ে স্টল সাজাচ্ছেন এক দোকানি।
মেলায় পাওয়া যাচ্ছে এমন নানা প্রজাতি ও আকারের ক্যাকটাস।
ছোট ছোট আমগাছে ঝুলছে টসটসে পাকা আম।