Thank you for trying Sticky AMP!!

জগন্নাথপুরে নিখোঁজের দুই দিন পর যুবকের লাশ উদ্ধার

ঈদুল আজহার প্রথম দিন সকালে কোরবানির মাংস সংগ্রহ করার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন এক যুবক। এরপর তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ হওয়ার দুই দিন পর আজ সোমবার দুপুরে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ওই যুবকের নাম আলী হোসেন (২৫)। তাঁর বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায়।

পুলিশ ও মারা যাওয়া যুবকের পারিবারিক সূত্র জানায়, জগন্নাথপুর পৌর এলাকার বটেরতল এলাকার বাসিন্দা দিনমজুর আবদুল গনির ছেলে আলী হোসেন গত শনিবার ঈদের দিন সকালে কোরবানির মাংস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। আজ সোমবার সকালে জগন্নাথপুর-হবিবপুর মাঝপাড়া সড়কের পাশের দক্ষিণ এলাকায় পানিতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী জগন্নাথপুর থানায় খবর পাঠান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

আলী হোসেনের ভাই নুর আলী বলেন, ‘আমার ভাই শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিল। কোরবানির মাংসের জন্য বের হয়ে পানিতে পড়ে সে মারা গেছে বলে ধারণা করছি।’

এ বিষয়ে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ‘কোরবানির মাংস সংগ্রহ করতে গিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আলী হোসেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। মারা যাওয়া যুবকের শরীরে কোনো ধরনের আঘাত না থাকায় আমরা ময়নাতদন্ত ছাড়া পরিবারের সম্মতিতে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি।’